লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে ফের বিজয়ী হয়েছেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
উল্লেখ্য নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের জ্যেষ্ঠ সন্তান গাজী গোলাম মর্তুজা পাপ্পা। মন্ত্রীপুত্র বিজয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, রূপগঞ্জ থানা যুবলীগের সাবেক সদস্য ও পূর্বাচল ভোলানাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি
আলহাজ্ব মোঃ দীন মোহাম্মদ দীলু।
বুধবার ( ৬ অক্টোবর) বিসিবির নির্বাচনে পরিচালক পদে তিনি বিজয়ী হন। এটা তার টানা তৃতীয় বিজয়। এর আগে তিনি দুইবার বিজয় অর্জন করেছিলেন। এবার নির্বাচনে তিনি ক্যাটাগরি -২ (ক্লাব ) থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি গাজী গ্রুপ ক্রিকেটার্স মনোনীত প্রার্থী। তার ভোটার নং ৭৮। এছাড়া বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন।