লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ফিট আনন্দ পুলিশ হাউজিং সোসাইটির পাশে, পূর্বাচল ৩ নং সেক্টরে আগামী রবিবার ৫-ই সেপ্টেম্বর বিকাল ৪টায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেসার্স মক্কা ট্রেডার্স।
এখানে গ্রাহকরা যেসকল মালামাল পাবেন, সিলেকশন বালি, আস্তর বালি, বিভিন্ন সাইজের পাথর, রড,সিমেন্ট সহ যাবতীয় মালামাল সুলভ মূল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করা হইবে।
মেসার্স মক্কা ট্রেডার্স এর কর্ণধার হাজী সাদ্দাম হোসেন বলেন, সততাই ব্যবসার মূলধন তাই আমি সততার সাথেই এই ব্যবসাটি পরিচালনা করতে চাই,তিনি আরো বলেন আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা থেকে কিছু অংশ সবসময়ই গরীব অসহায় মানুষের জন্য বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন হাজী সাদ্দাম হোসেন।