গাজীপুর: বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ (রবিবার) গাজীপুর সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে কালো ব্যাজ ধারণ, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইকবাল সিদ্দিকী কলেজের নিজস্ব জমিতে কৃষ্ণচূড়া, আমলকি, অর্জুন, জাম, পলাশ, নিম, আম, কাঁঠাল, সফেদা, আতা, সোনালু, সীতাফল, জবা ও বাগানবিলাস সহ নানান জাতের ফলজ ও ওষধি বৃক্ষরোপণ রোপণ করা হয়। বৃক্ষরোপণ করেন ইকবাল সিদ্দিকী কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব আব্দুর রহমান, প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান আহবায়ক সহকারী শিক্ষক মো: ইকবাল হোসেন রাকিবের সভাপতিত্বে ও প্রভাষক শাহানা আক্তার শিলার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইকবাল সিদ্দিকী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আব্দুর রহমান, প্রভাষক মো: এনামুল হক, নাসিমা বেগম ও ইকবাল হোসেন রাকিব এবং ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী সায়মা আফরিন শিলা ও মো: তানভীর ইসলাম রিফাত।
আলোচনা সভা শেষে ১৫ই আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা কেফায়েত উল্লাহ।