অনলাইন ডেক্স: রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ স্থগিত ঘোষণা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিতর করা হলো। পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।
এর আগে ২৯শে জুলাই ২০২১ থেকে ১১ জুলাই ২০২১ পর্যন্ত ফরম পূরণের নির্দেশনা ছিল।
১৭ই মার্চ ২০২০ থেকে করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এসময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান কয়েকদফায় খোলার উদ্যোগ নিলেও তা আর সম্ভব হয় নি।