মুন্না (কুমিল্লা)ঃ কুমিল্লায় শুক্রবার বিকাল চারটায় জে’লা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের মহানগর শাখা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের মহানগর শাখা কমিটির সভাপতি সুমাইয়া খন্দকারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম আশিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের কুমিল্লা দক্ষিণ জে’লা শাখা কমিটির সভাপতি মোঃ হানিফুল ইসলাম মুন্না, সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক শাহ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম আলমগীর, তন্ময় স’রকার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের মহানগর শাখা কমিটির সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, মোঃ রবিন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কাউসার নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পাপ্পু খান প্রমূখ।
পরিচিতি ও আলোচনা সভায় বক্তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী ও তার অবদান নিয়ে আলোচনা করেন।