বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় পৌরসভার ৩নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় বিভিন্ন অপকর্মে বাঁধা দেওয়ায় ইব্রাহিম খলিল রিমনের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বেলায়েত হোসেন বিল্লালের ছেলে রিমন বরুড়া থানায় অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, রিমন এলাকার কয়েকজন ছেলেকে অপকর্মে বাঁধা দিয়ে আসায় তাকে হুমকি ধমকি দিয়ে আসছে।
এর জের ধরে পাবেল, মোস্তফা, মিজান, আশরাফুলসহ আরও কয়েকজন পহেলা মার্চ দিবাপূর্ব রাত দুইটায় বাড়ির সামনে এসে লোকজনদের অকথ্য ভাষায় গালাগালি করে, ইটপাটকেল নিক্ষেপ করে, পরিবারের সদস্যদের হুমকি ধমকি দিয়ে গেইট পিটাইয়া চলে যায়।
বিষয়টি এলাকার লোকজনকে জানাইলে আরও ক্ষিপ্ত হয়ে দুপুর ১ঃ৩০ মিনিটে উক্ত ব্যক্তিরা লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। আমি ও আমার পরিবার ভীত হয়ে ঘরের ভিতর আশ্রয় নিলে তারা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করলে ঘরের ভিতরে থাকা আমার মা আমেনা বেগম ও স্ত্রী পানসি আক্তার পাখির উপরে পরে নিলা ফুলা জখম হয়।
বিবাদীরা আমাকে মারতে না পেরে ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে হুমকি দিয়ে বলে তাদের কোন কাজে বাঁধা দিলে এবং আইনের আশ্রয় নিলে আমাকে এবং আমার পরিবারকে দেখিয়া লইবে। আমার বাড়ি সংলগ্ন ফিসারীতে বিষ ঢেলে অপূরণীয় ক্ষতি করিবে।
এ ব্যপারে রিমন বলেন, আমি এসব বিষয়ে থানায় অভিযোগ করেছি। আমি প্রশাসনসহ সকলের কাছে এর বিচার চাই।