দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগের কেপটাউন শাখার সহ-সভাপতি জহিরুল ইসলাম দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২ মার্চ) সকালে প্রতিবেশী আফ্রিকান এক নাগরিকের ছুরিকাঘাতে তিনি নিহত হন। এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে দেশটির পুলিশ। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান শরীয়তপুরের বাসিন্দা জহিরুল ইসলাম। নিহত জহিরুল ইসলাম ঢাকার মোহাম্মদপুর মর্ডান হাইস্কুল এর প্রতিষ্ঠাতা ও আগারগাঁও তালতলা সঃ কলোনী হাইস্কুল এন্ড মহিলা কলেজের সাবেক প্রিন্সিপ্যাল মজিবুর রহমান হাওলাদারের ছোট ভাই। নিহত জহিরুল ইসলাম ব্যবসার পাশাপাশি সমাজসেবা ও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। দক্ষিণ আফ্রিকা থেকে গত ১০ মার্চ জহিরুল ইসলামের লাশ বাংলাদেশে আসে পরে জানাযা শেষে শরীয়তপুরে তাকে দাফন করা হয় ।