মোঃ আবু বক্কর সিদ্দিক সুমনঃ রাজধানী উত্তরায় মহান ২১ শে ফেব্রুয়ারী, ২০১৯ “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস চেক-আপ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং মরণোত্তর চক্ষুদানে উদ্ভুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার উত্তরা ১০নং সেক্টর কল্যাণ সমিতি ফ্রী ফ্রাইডে ক্লিনিক ওয়াকওয় সংলগ্ন এই কর্মসূচির আয়োজন করে সন্ধানী, ইস্ট-ওয়েস্ট মেডিকেল ও আপডেট ডেন্টাল মেডিকেল কলেজ।
অনুষ্ঠানটি উদ্ভোদন করেন সাবেক চীফ হুইপ,
অনুমিত হিসাব সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও “উত্তরা ১০ নং সেক্টর কল্যাণ সমিতির” সভাপতি উপাধ্যক্ষ, ড. মো. আব্দুস শহীদ, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সন্ধানী ইস্ট-ওয়েস্ট মেডিকেল ও আপডেট ডেন্টাল কলেজ ইউনিটের “আজীবন সদস্য” এবং প্রধান পৃষ্ট-পোষক, আইচি মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং আপডেট ডেন্টাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান- উলফাত জাহান মুন। আরোও উপস্থিত ছিলেন “সন্ধানী কেন্দ্রীয় পরিষদের” সাবেক সফল সভাপতি ডা. ফেমাস উদ্দীন চয়ন, উওরা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আশরাফ হোসেন ঢালীসহ “উত্তরা ১০ নং সেক্টর কল্যাণ সমিতির” অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানের আলোচনায় অতিথিবৃন্দ বাংলাদেশের প্রেক্ষাপটে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন, এবং প্রাপ্ত বয়স্ক সুস্থ-সবল সবাইকে রক্তদানের আহবান জানান।