থাইল্যান্ডের ফ্যাং নগা অঞ্চলের কোহ ইয়াও নোই দ্বীপের মত্স্যজীবীদের জালে আটকা পড়েছে এমনই এক প্রাণী যা প্রশ্নের মুখে ফেলেছে বিজ্ঞানীদেরও। অদ্ভুত দেখতে এই প্রাণীটিকে আদতে দেখতে কঙ্কালের মত। জালে ধরা পড়ার পর মত্সজীবীরা তাকে কোনও প্রাণীর কঙ্কাল মনে করে নৌকোতে ফেলে রাখলে হঠাত্ই সেটিকে নড়াচড়া করতে দেখা যায়।
জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ভাইরাল প্রেস’-এর পক্ষ থেকে প্রাণীটির একটি ভিডিও আপলোড করা হয়েছে। এতে দেখা যায় গায়ে নানান জলজ গাছপালা জড়ানো অবস্থাতে রীতিমত ঘুরেফিরে বেড়াচ্ছে এই অজানা অস্তিত্বের প্রাণীটি।
বিজ্ঞানীদের একাংশ মনে করছে আদতে এটি একটি ছদ্মবেশী বা ক্যামোফ্লেজ প্রকৃতির প্রাণী। বাইরে থেকে জলজ গাছপালা জড়ানো অবস্থায় প্রাণীটিকে দেখতে কাঁকড়ার মত। হয়ত সামুদ্রিক গাছপালাগুলি প্রাণীটির গায়ে আটকে গিয়েই এরকম রহস্যময়তা তৈরি করেছে তাকে ঘিরে। তবে আদতে যে প্রাণীটি কী প্রাণী তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি এখনও।
এই প্রথমবার নয়, এর আগেও নিউজিল্যান্ডের সমুদ্রসৈকতের কাছে বাসিন্দারা এক অদ্ভুত প্রাণীর কঙ্কাল আবিষ্কার করেন। কঙ্কালটি ভিনগ্রহের প্রাণী এমন কথাও ছড়িয়ে পড়ে চারিদিকে। মানুষের জানার জগতের বাইরেও যে কতকিছু রয়ে গেছে আজও তারই প্রমাণ নিয়ে হাজির হয় এই অজানা অস্তিত্বের প্রাণীগুলি।