বিল্লাল হোসেন প্রান্ত ॥
শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন। অগ্রযাত্রার ৯ বছর। এই প্রতিপাদ্য সামনে রেখে প্রতি বছরের মত এবারও ময়মনসিংহে বসেছে উন্নয়ন মেলা। এর আগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সবকটি জেলায় উন্নয়ন মেলার উদ্বোধন করেন।
ময়মনসিংহ সার্কিট হাউজ জিমনেশিয়ামে বৃহস্পতিবার থেকে ৩ দিন ব্যাপী এই মেলা শুরু হয়েছে। মেলায় ৮৭ টি স্টল অংশগ্রহন করেছে। যেখানে তুলে ধরা হয়েছে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।
উদ্বোধন শেষে উন্নয়ন মেলা আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: জাকির হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় সরকার উপ পরিচালক মো: হারুন-অর-রশিদ।
ময়মনসিংহ জেলা প্রশাসক মো: খলিলুর রহমান এর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও প্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী বলেন, ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে তুলে ধরতে হবে।
তিনি বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রয়াসকে আরও বেগবান করতে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে হবে।
এর আগে সকাল সাড়ে নয়টায় টাউনহল থেকে নতুন বাজার মোড় হয়ে জিমনেশিয়াম পর্যন্ত একটি র্যালি হয়েছে জেলা প্রশাসন এর আয়োজনে।
উন্নয়ন মেলায় সেনাবাহিনী, আনসার, ভিডিপি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক পৃথক ৮৭ টি স্টল হয়েছে। সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে মেলায় আগত দর্শনার্থীদের সামনে তাদের নিজ নিজ সংস্থার উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বুকলেট,সুদৃশ্য স্যুভেনির দেয়া হয়েছে। সরকারি সংস্থাগুলোর সেবাসমূহ মেলা থেকে সরাসরি দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মো: খলিলুর রহমান বলেন, সরকারের অগ্রগতি ও উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে এ মেলায়। গত ৮বছরে দেশে অনেক উন্নয়ন হয়েছে । সবাই এই উন্নয়নের অংশ।
তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় আলোচনা সভা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে। মেলা চলাকালীন প্রতিদিন বিকালে আয়োজন করা হবে মুক্তিযোদ্ধা বিষয়ক কুইজ, আলোচনা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা।