সারা দেশে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় আগামীকাল বুধবারের ফাজিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিতব্য এ পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইবি’র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ।
এ কে আজাদ জানান, বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল দ্বিতীয় বর্ষ-২০১৬ এর উলূমুল আরাবিয়্যাহ ওয়াশ শরীয়াহ প্রথমপত্র (কোড-২০১) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হওয়ার কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়নি। পরবর্তী পরীক্ষাগুলো পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ফাজিল পরীক্ষা সক্রান্ত যাবতীয় তথ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেU (www.iu.ac.bd) পাওয়া যাবে।