বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ২০১৬ সালে বিশ্ব অর্থনীতিতে কিছুটা অনিশ্চয়তা থাকা সত্বেও বাংলাদেশের আর্থিক খাত যথেষ্ট স্থিতিশীল ছিল। এ স্থিতিশীলতা অব্যাহত রাখার লক্ষ্যে তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে সুশাসন নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ‘ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৬’ এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গভর্নর ফজলে কবির বলেন, আর্থিক খাতের কোনরূপ অনাকাঙ্খাতি ঘটনা যেন স্থিতিশীল ধারাকে ব্যাহত না করে সে বিষয়ে তাদের সচেষ্ট থাকার পরামর্শ দেন। এ প্রসংগে তিনি ঋণের আদায় বৃদ্ধির মাধ্যমে শ্রেণীকৃত ঋণের হার কমিয়ে আনতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ প্রদান করেন।
তিনি একটি টেকসই আর্থিক খাত বিনির্মাণের লক্ষ্যে সিস্টেমিক ঝুঁকির কারণ হতে পারে এমন বিনিয়োগের ধারণা থেকে বেরিয়ে এসে ব্যবসায়ের নতুন নতুন ক্ষেত্র উম্মোচনের জন্যে নির্বাহীদের উদ্যোগী হতে বলেন।
গভর্নর বলেন, জনগণের আস্থাই আর্থিক খাতের বড় পুঁজি এবং এ ক্ষেত্রে যেন কোনরূপ ঘাটতি দেখা না দেয় সে বিষয়ে তাদেরকে সজাগ থাকতে হবে। এছাড়া, তিনি সাইবার ঝুঁকি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ গ্রহণেরও পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী আর্থিক খাতের সিস্টেমিক রিস্ক মোকাবিলায় ম্যাক্রোপ্রুডেনশিয়াল সুপারভিশন কৌশলের কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৬ এর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলো অনুষ্ঠানে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী। ডেপুটি গভর্নরগণসহ বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রধান নির্বাহীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।